চতরাপিডিয়া মেধা পুরস্কার—২০২১ | Chatrapedia Talent Contest—2021
চতরাপিডিয়ার উদ্যোগে এই বর্ষায় আয়োজন করা হয়েছে "চতরাপিডিয়া ট্যালেন্ট কনটেস্ট—২০২১"। চতরার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ষষ্ঠ—দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এবং চতরায় বাসিন্দা অন্যকোথাও পড়ুয়া সমপর্যায়ের শিক্ষার্থীরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
আগামী ০১/০৭/২০২১ তে সকাল ১০ টায় একটি মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থান অর্জনকারীদের সুপার স্পেশাল মূল্যমানের পুরস্কার দেওয়া পাশাপাশি আরও সাত জনকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে পরিবেশবান্ধব গাছ উপহার দেওয়া হবে। বিভিন্ন প্রাইভেট হোমের বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে ঘরোয়াভাবে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
উক্ত পুরস্কারসমূহ ০৩/০৭/২০২১ তে চতরা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য একটি পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে এবং উক্ত ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে।
এই প্রতিযোগিতার উদ্দেশ্য ব্যক্তিক মূল্যায়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এবং শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান (প্রাইভেট হোম) সমূহকেও মূল্যায়ন করা।
প্রতিযোগিতায় বিষয়াবলী—
প্রাইভেট হোমের টিউটরের মাধ্যমে উক্ত প্রতিযোগিতার এডমিট কার্ড সংগ্রহ করতে হবে। শুধু আমাদের লিস্টে থাকা টিউশনি টাইপের প্রাইভেট শিক্ষকগণই এই প্রতিযোগিতায় ২/৩ জন করে শিক্ষার্থী পাঠাতে পারবেন।
উক্ত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ও আইকিউ— এই চারটি বিষয় হতে মোট ৬০ নম্বরের প্রশ্ন থাকবে। এমসিকিউ পরীক্ষা হওয়ায় প্রশ্নপত্রেই উত্তর করার পদ্ধতি থাকবে। তবে গণিতের রাফ করার জন্য এক্সট্রা সাদা পাতা সরবরাহ করা হবে।
সর্বোপরি মাস্ক পরে পরীক্ষাকেন্দ্রে আসতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে।
Note : পরীক্ষার অন্যান্য নিয়মাবলী প্রশ্নপত্রে লেখা থাকবে এবং পুরস্কার অনুষ্ঠানের অতিথিগণের পরিচিতি অনলাইনে ও পুরস্কার অনুষ্ঠানের ব্যানারে প্রকাশ করা হবে।
[] সহযোগিতায়—
• চতরা যুব-নারী উন্নয়ন ও বহুমুখী স্বপ্নের কুটির শিল্প।
• চতরা হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন।
• M R TV Chatra (YouTube Channel)।
• পীরগঞ্জ ঘরোয়া জেন্টস পার্লার।
আহবানে—
++
No comments:
Post a Comment