Wednesday 19 May 2021

ডা. মোসাঃ মুনমুন মনিরা

মেডিকেল শিক্ষার্থী


ডা. মোসাঃ মুনমুন মনিরা ১৯৯৪ সালে অত্র ইউনিয়নের ইকলিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত মোজাহার আলী এবং মাতা মোছাঃ মমতাজ বেগম। চতরার শাহ্ ইসমাইল গাজী (রহঃ) কিন্ডারগার্টেন থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর 'আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর' হতে ২০১০ সালে মাধ্যমিক এবং একই প্রতিষ্ঠান হতে ২০১২ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। ২০১৩-১৪ সেশনে 'শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা' তে এমবিবিএস কোর্সে ভর্তি হন। বর্তমানে পোস্ট গ্রাজুয়েশন চলছে।

🔍 দ্রুত সার্চ করতে→
• পুরো নাম : ডা. মোসাঃ মুনমুন মনিরা
• জন্মসাল ও জন্মস্থান : ১৯৯৪ সাল ; অত্র ইউনিয়নের ইকলিমপুর গ্রাম।
• পিতামাতা : পিতা মৃত মোজাহার আলী এবং মাতা মোছাঃ মমতাজ বেগম।
• প্রাথমিক শিক্ষা : চতরায় শাহ্ ইসমাইল গাজী (রহঃ) কিন্ডারগার্টেন।
• এসএসসি—২০১০ ; আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর।
• এইচএসসি—২০১২ ; আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর।
এমবিবিএস : ২০১৩-১৪ সেশন ; শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।
• পুরস্কার/ মেডেল : N/A
• পেশা : বর্তমানে পোস্ট গ্রাজুয়েশন চলছে।

যোগাযোগ—
ফোন : 01628722911
ইমেইল : munmunmanira7@gmail.com

No comments:

Post a Comment

CPBO

চতরাপিডিয়া বিজনেস অলিম্পিয়াড—২০২১ | Chatrapedia Business Olympiad—2021 চতরাপিডিয়ার উদ্যোগে "চতরাপিডিয়া বিজনেস অলিম্পিয়াড—২০২১" আয়ো...