Monday 24 May 2021

মোঃ আহসান হাবীব সিফাত

বুয়েট শিক্ষার্থী


আহসান হাবীব সিফাত ১৯৯৯ সালে অত্র ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। গোবিন্দপাড়া ব্র‍্যাক স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর 'চতরা উচ্চ বিদ্যালয়' হতে ২০১৫ সালে মাধ্যমিক এবং 'ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বীর উত্তম শহীদ মাহাবুব সেনানিবাস, পার্বতিপুর, দিনাজপুর' হতে ২০১৭ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। ২০১৭-১৮ সেশনে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন।

🔍 দ্রুত সার্চ করতে→
• পুরো নাম : মোঃ আহসান হাবীব সিফাত
• জন্মসাল ও জন্মস্থান : ১৯৯৯ সাল ; অত্র ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রাম।
• প্রাথমিক শিক্ষা : গোবিন্দপাড়া ব্র‍্যাক স্কুল।
• এসএসসি—২০১০ ; চতরা উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর।
• এইচএসসি—২০১২ ; ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বীর উত্তম শহীদ মাহাবুব সেনানিবাস, পার্বতিপুর, দিনাজপুর।
বি এসসি ইন ইঞ্জিনিয়ারিং : ২০১৭-১৮ সেশন ; বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ Mechanical Engineering (যন্ত্রকৌশল বিদ্যা)।

যোগাযোগ—
ফেসবুক : facebook.com/ahosanhabib.sifat

No comments:

Post a Comment

CPBO

চতরাপিডিয়া বিজনেস অলিম্পিয়াড—২০২১ | Chatrapedia Business Olympiad—2021 চতরাপিডিয়ার উদ্যোগে "চতরাপিডিয়া বিজনেস অলিম্পিয়াড—২০২১" আয়ো...