Friday 16 July 2021

CPBO


চতরাপিডিয়া বিজনেস অলিম্পিয়াড—২০২১ | Chatrapedia Business Olympiad—2021

চতরাপিডিয়ার উদ্যোগে "চতরাপিডিয়া বিজনেস অলিম্পিয়াড—২০২১" আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এতে আগ্রহী প্রতিযোগীদের প্রোফাইল আহবান করা হচ্ছে। চতরার বাসিন্দা অনূর্ধ্ব ২৪ বছর বয়সী আত্নপ্রচেষ্টায় অগ্রসরমান উদ্যোক্তা টাইপের ব্যবসা যারা করছেন শুধু তারাই উক্ত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিযোগিতায় অংশ নিতে নিজের পরিচয়সহ উদ্যোক্তা হিসেবে সম্পন্ন করা কর্মকাণ্ডের বিবরণ এবং বর্তমান স্টেটাস তুলে ধরে একটি বিবরণী A4 কিংবা ডিমাই সাইজের কাগজে লিখে চতরাপিডিয়ার ফেসবুক ইনবক্স/ ই-মেইল/ হোয়াটসঅ্যাপ তে কিংবা চতরাপিডিয়ার হেল্পডেস্কে সাবমিট করুন আগামী ২৪ জুলাই ২০২১ তারিখের মধ্যে।
ঈদের ষষ্ঠ দিন ২৬ জুলাই ২০১১ তে উক্ত উদ্যোক্তাদের কর্মপ্রচেষ্টা ও বিভিন্ন বিষয় বিবেচনাপূর্বক প্রস্তুতকৃত রেংকিং প্রকাশ করা হবে। উক্ত রেংকিংয়ে প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার দেওয়ার পাশাপাশি আরও সাত জনকে সম্মাননা সনদ প্রদান করা হবে। উক্ত পুরস্কারসমূহ পরিবেশ পরিস্থিতি বিবেচনাপূর্বক সুবিধামতো পদ্ধতিতে প্রদান করা হবে এবং উক্ত ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে।
পাশাপাশি উক্ত সেরা দশজন উদ্যোক্তাদের প্রজেক্ট মডারেট করার জন্য সিএমএসের মাধ্যমে তাদের প্রজেক্টের ওয়েবসাইট তৈরি করে দেওয়া হবে এবং চতরাপিডিয়া অ্যাপসে তাদের প্রজেক্টের ওয়েবলিংক সংযুক্ত করা হবে। এভাবে উক্ত অলিম্পিয়াডের মাধ্যমে তাদের উদ্যোগের মার্কেটিং ও ব্যান্ডিংয়ে সহায়তা করা হবে।

Note : প্রজেক্টের নিবন্ধপত্রের প্রথম পৃষ্ঠায় অবশ্যই উদ্যোক্তার নাম, ঠিকানা ও ফোন নাম্বার লিখতে হবে এবং কী বিষয়ের উদ্যোক্তা তা লিখতে হবে। কোনো পুরস্কার বা অর্জন থাকলে তার ফটো/ প্রতিবেদনের অনলাইন লিংক প্রমাণ হিসেবে সংযুক্ত করতে হবে।

[] সাবমিশন প্রটোকলসমূহ—
• ফোন ও হোয়াটসঅ্যাপ : +8801746315639
• ফেসবুক : facebook.com/chatrapedia
• ই-মেইল : chatrapedia@gmail.com
• হেল্পডেস্ক : বঙ্গবন্ধু চত্বর, চতরাহাট (হাট অফিসের পশ্চিমে)।

চতরাপিডিয়ার ফেসবুক পেজে যেতে ভিজিট করুন→ http://facebook.com/chatrapedia
অথবা, ফেসবুকে 'চতরাপিডিয়া' লিখে সার্চ দিন।

আহবানে—
মেহেদী হাসান
সভাপতি, চতরাপিডিয়া ফাউন্ডেশন
ফোন : ০১৭৪৬-৩১৫৬৩৯
Chatrapedia — Simplifying Life

অন্তর্মুখী ব্যক্তিত্ব থেকে বেরিয়ে আসার উপায় — মেহেদী হাসান | লাইফ একাডেমি

Welcome!
Mahadi Hasan এর কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ পেতে এবং ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে তার দেওয়া পরামর্শগুলো দেখতে ভিজিট করুন→ lifemagazinebd.blogspot.com

Mahadi Hasan |
A man who is for man

Saturday 3 July 2021

প্রাইভেট ব্যাংকের আবেদন সেবা বন্ধের বার্তা!


আমরা প্রাইভেট ব্যাংকের আবেদনের কাজ বন্ধ করে দিয়েছি। কারণ এই কাজ যে করে নেয় তারও পোষায় না আর যে করে দেয় তার মোটেও পোষায় না, শুধুই টাইম লস করা হয়। কারণ—

১) সরকারি চাকরির আবেদনে পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশনস, ঠিকানা এবং ফোন নাম্বার এই চারটা বিষয়ের তথ্য এবং ফটো ও সিগনেচার দিলেই হয় আর প্রাইভেট ব্যাংকের আবেদনে সেই ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে বিডিজবস এর অ্যাকাউন্ট কমপ্লিট করার মতো অ্যাপ্লিকেন্ট'স প্রোফাইল কমপ্লিট করতে হয়, সেখানে পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশনস, ঠিকানা, ফোন নাম্বার, ই-মেইল এসব ছাড়াও স্কিলস (ল্যাঙ্গুয়েজ স্কিল, কম্পিউটার স্কিল, স্পেশাল স্কিল), ট্রেনিং এর তথ্যাদি, জব এক্সপেরিয়েন্স/ এমপ্লয়মেন্ট স্টেটাস, স্পেশালাইজেশন, এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস ইত্যাদি এবং রেফারেন্স এতোকিছুর তথ্য দিতে হয়। কোনো কোনো প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে আবার ই-মেইল ভেরিফিকেশন করতে হয় অর্থাৎ ই-মেইলে অ্যাক্টিভেশন লিংক গেলে আবেদনকারীকে সেই লিংকে ক্লিক করে আবেদনের প্রোফাইল অ্যাকটিভ করতে হয়।

২) প্রায় প্রত্যেক প্রাইভেট ব্যাংকেই আবেদনের ক্ষেত্রে এমন দু'একটা আনকমন তথ্য চায় যেটার জন্য আবার আবেদনকারীকে নক করতে হয়। এভাবে কোনো আবেদনকারীকে সময়মতো অনলাইনে পাওয়া না গেলে তার কাছে কল করতে হয়। কখনও কখনও আবেদনের সেই পেজটি বেশিক্ষণ রাখতে ধরে খেয়ালের ভুলে তা কেটে গেলে আবার শুরু থেকে কাজ শুরু করতে হয়।

৩) ১০০ কিলোবাইট এর নিচে পাসপোর্ট সাইজের ফটো হলেই সব সরকারি চাকরির আবেদন ফরমে তা আপলোড করা যায় কিন্তু প্রাইভেট ব্যাংকগুলো আবার ফটোর কিলোবাইটের লিমিট নির্ধারণ করে দেয় এবং সেই লিমিট বিভিন্ন ব্যাংকে বিভিন্ন হয়ে থাকে যেমন- ১৫-৩০ কিলোবাইট এর মধ্যে, ৩০-৬০ কিলোবাইট এর মধ্যে, ২০-৪০ কিলোবাইট এর মধ্যে ইত্যাদি। আর কাছে থাকা ফটোকে এরূপ নির্দিষ্ট কিলোবাইটের ফটো বানাতে বিভিন্ন ফটো রিসাইজিং সাইটের বিভিন্ন অপশন চেক করে করে সেভ করতে হয় তারমধ্যে যেটি সেই লিমিটের মধ্যে থাকে সেটি কাজে লাগে।

৪) অনেক গ্রাহক আবার যুক্তি শুরু করে যে, আপনারা তো ডকুমেন্ট প্রিন্ট করে দেন না, ই-মেইলে দেন, তাহলে ১০ টাকা কম নেন, অথচ একটা পেজ প্রিন্ট করতে খরচ হয় ১ টাকা ২০ পয়সা (কাগজ ৮০ পয়সা, কালি ১০ পয়সা এবং প্রিন্টারের অবচয় ব্যয় ২০ পয়সা) আর একটা পেজ প্রিন্ট করা ৫০ সেকেন্ডের কাজ, আসল চার্জ তো নেওয়া হয় ফরম পূরণ করতে যে সময় ব্যয় হয় সেটার জন্য। নিজের টাইপ করা কোনোকিছু প্রিন্ট করতে গেলে তা পৃষ্ঠাপ্রতি ৫ থেকে ১০ টাকা নেয় এটা প্রিন্টিং ব্যবসার প্রফিট।

৫) অনেক কম্পিউটারের দোকানে প্রাইভেট ব্যাংকের আবেদন করে দেয়; তবে তারা শুধু সরকারি চাকরির আবেদনের মতো পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশনস, ঠিকানা, ফোন নাম্বার, ই-মেইল এসব তথ্য দিয়ে আবেদন শেষ করে দেয়। বাকি তথ্যগুলো ফাঁকা রেখে দেয়। কিন্তু এরূপ অসম্পূর্ণ আবেদন করে কোনো লাভই নেই। তারা এরূপ কাজ করে দিয়ে ৩০-৪০ টাকা নেয়। কিন্তু আমাদের পক্ষে এরূপ অসম্পূর্ণ ও ফাঁকিবাজির কাজ করা সম্ভব নয়।

৬) অধিকন্তু দেখা যায় গ্রাহক সরকারি চাকরির আবেদন করার ক্ষেত্রে কম্পিউটারের দোকানে ২০ মিনিটের কাজ করে নিয়ে ৩৫-৪০ টাকা দেয় আর আমাদের এখানে প্রাইভেট ব্যাংকের আবেদনের ক্ষেত্রে ৪০ মিনিট থেকে দেড় ঘণ্টার কাজের জন্য ৪০ টাকা দেয়।

এতসব কারণে আমরা প্রাইভেট ব্যাংকের আবেদন করার কাজ বন্ধ করে দিয়েছি। আমরা এখন শুধু সিভি তৈরি, বিডিজবস অ্যাকাউন্ট কমপ্লিট করা এবং সরকারি চাকরির আবেদন এর কাজ করে থাকি।

বার্তা প্রদানে—
মেহেদী হাসান
সিইও, চতরাপিডিয়া বিজনেস প্ল্যাটফর্ম,
চতরাহাট, পীরগঞ্জ, রংপুর।

Tuesday 29 June 2021

Hg


চতরাপিডিয়া মেধা পুরস্কার—২০২১ | Chatrapedia Talent Contest—2021 — স্থগিত ঘোষণা

চতরাপিডিয়ার উদ্যোগে ২৪/০৬/২০২১ এ ঘোষিত "চতরাপিডিয়া মেধা পুরস্কার—২০২১ | Chatrapedia Talent Contest—2021" প্রতিযোগিতাটি ও এর পুরস্কার অনুষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত লকডাউন এর কারণে চতরাপিডিয়ার পক্ষ থেকে স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তীতে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে এটি অনুষ্ঠিত হবে এবং তা অংশগ্রহণে আগ্রহী পরীক্ষার্থীবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

+-----।
📎

Thursday 24 June 2021

Hf


চতরাপিডিয়া মেধা পুরস্কার—২০২১ | Chatrapedia Talent Contest—2021

চতরাপিডিয়ার উদ্যোগে এই বর্ষায় আয়োজন করা হয়েছে "চতরাপিডিয়া ট্যালেন্ট কনটেস্ট—২০২১"। চতরার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ষষ্ঠ—দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এবং চতরায় বাসিন্দা অন্যকোথাও পড়ুয়া সমপর্যায়ের শিক্ষার্থীরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
আগামী ০১/০৭/২০২১ তে সকাল ১০ টায় একটি মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থান অর্জনকারীদের সুপার স্পেশাল মূল্যমানের পুরস্কার দেওয়া পাশাপাশি আরও সাত জনকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে পরিবেশবান্ধব গাছ উপহার দেওয়া হবে। বিভিন্ন প্রাইভেট হোমের বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে ঘরোয়াভাবে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
উক্ত পুরস্কারসমূহ ০৩/০৭/২০২১ তে চতরা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য একটি পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে এবং উক্ত ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে।
এই প্রতিযোগিতার উদ্দেশ্য ব্যক্তিক মূল্যায়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এবং শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান (প্রাইভেট হোম) সমূহকেও মূল্যায়ন করা।

প্রতিযোগিতায় বিষয়াবলী—
প্রাইভেট হোমের টিউটরের মাধ্যমে উক্ত প্রতিযোগিতার এডমিট কার্ড সংগ্রহ করতে হবে। শুধু আমাদের লিস্টে থাকা টিউশনি টাইপের প্রাইভেট শিক্ষকগণই এই প্রতিযোগিতায় ২/৩ জন করে শিক্ষার্থী পাঠাতে পারবেন।
উক্ত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ও আইকিউ— এই চারটি বিষয় হতে মোট ৬০ নম্বরের প্রশ্ন থাকবে। এমসিকিউ পরীক্ষা হওয়ায় প্রশ্নপত্রেই উত্তর করার পদ্ধতি থাকবে। তবে গণিতের রাফ করার জন্য এক্সট্রা সাদা পাতা সরবরাহ করা হবে।
সর্বোপরি মাস্ক পরে পরীক্ষাকেন্দ্রে আসতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে।

Note : পরীক্ষার অন্যান্য নিয়মাবলী প্রশ্নপত্রে লেখা থাকবে এবং পুরস্কার অনুষ্ঠানের অতিথিগণের পরিচিতি অনলাইনে ও পুরস্কার অনুষ্ঠানের ব্যানারে প্রকাশ করা হবে।

[] সহযোগিতায়—
• চতরা যুব-নারী উন্নয়ন ও বহুমুখী স্বপ্নের কুটির শিল্প।
• চতরা হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন।
• M R TV Chatra (YouTube Channel)।
• পীরগঞ্জ ঘরোয়া জেন্টস পার্লার।

আহবানে—
++

Thursday 27 May 2021

আবু তারিখ মোঃ আহসান

মেডিকেল শিক্ষার্থী


আবু তারিক মোঃ আহসান ১৯৯১ সালে অত্র ইউনিয়নের চতরাহাটে জন্মগ্রহণ করেন, গ্রামের বাড়ি কাঙ্গুরপাড়া গ্রামে। তার বাবা এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব মোঃ আজাহার আলী ডাক্তার এবং মা বিলকিস আরা বেগম। চতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা লাভের পর চতরা উচ্চ বিদ্যালয় হতে ২০০৬ সালে মাধ্যমিক পাশ করেন এবং 'ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা' হতে ২০০৮ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। ২০০৮-২০০৯ সেশনে চট্টগ্রাম মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে সহকারি সার্জন হিসেবে কর্মরত আছেন।

🔍 দ্রুত সার্চ করতে→
• পুরো নাম : আবু তারিক মোঃ আহসান
• জন্মসাল ও জন্মস্থান : ১৯৯১ সালে চতরাহাটে।
• পিতামাতা : পিতা মোঃ আজাহার আলী ডাক্তার এবং মাতা বিলকিছ আরা বেগম।
• প্রাথমিক শিক্ষা : চতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
• এসএসসি— ২০০৬ ; চতরা উচ্চ বিদ্যালয়।
• এইচএসসি— ২০০৮ ; ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা।
এমবিবিএস : ২০০৮-২০০৯ সেশন : চট্টগ্রাম মেডিকেল কলেজ
• পেশা: সহকারি সার্জন, ঢাকা মেডিকেল কলেজ

যোগাযোগ—
ফোন : 01671838584
ই-মেইল : tarikahasan@gmail.com
ফেসবুক : facebook.com/tarik.ahasan

Monday 24 May 2021

মোঃ আহসান হাবীব সিফাত

বুয়েট শিক্ষার্থী


আহসান হাবীব সিফাত ১৯৯৯ সালে অত্র ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। গোবিন্দপাড়া ব্র‍্যাক স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর 'চতরা উচ্চ বিদ্যালয়' হতে ২০১৫ সালে মাধ্যমিক এবং 'ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বীর উত্তম শহীদ মাহাবুব সেনানিবাস, পার্বতিপুর, দিনাজপুর' হতে ২০১৭ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। ২০১৭-১৮ সেশনে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন।

🔍 দ্রুত সার্চ করতে→
• পুরো নাম : মোঃ আহসান হাবীব সিফাত
• জন্মসাল ও জন্মস্থান : ১৯৯৯ সাল ; অত্র ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রাম।
• প্রাথমিক শিক্ষা : গোবিন্দপাড়া ব্র‍্যাক স্কুল।
• এসএসসি—২০১০ ; চতরা উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর।
• এইচএসসি—২০১২ ; ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বীর উত্তম শহীদ মাহাবুব সেনানিবাস, পার্বতিপুর, দিনাজপুর।
বি এসসি ইন ইঞ্জিনিয়ারিং : ২০১৭-১৮ সেশন ; বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ Mechanical Engineering (যন্ত্রকৌশল বিদ্যা)।

যোগাযোগ—
ফেসবুক : facebook.com/ahosanhabib.sifat

Wednesday 19 May 2021

ডা. মোসাঃ মুনমুন মনিরা

মেডিকেল শিক্ষার্থী


ডা. মোসাঃ মুনমুন মনিরা ১৯৯৪ সালে অত্র ইউনিয়নের ইকলিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত মোজাহার আলী এবং মাতা মোছাঃ মমতাজ বেগম। চতরার শাহ্ ইসমাইল গাজী (রহঃ) কিন্ডারগার্টেন থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর 'আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর' হতে ২০১০ সালে মাধ্যমিক এবং একই প্রতিষ্ঠান হতে ২০১২ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। ২০১৩-১৪ সেশনে 'শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা' তে এমবিবিএস কোর্সে ভর্তি হন। বর্তমানে পোস্ট গ্রাজুয়েশন চলছে।

🔍 দ্রুত সার্চ করতে→
• পুরো নাম : ডা. মোসাঃ মুনমুন মনিরা
• জন্মসাল ও জন্মস্থান : ১৯৯৪ সাল ; অত্র ইউনিয়নের ইকলিমপুর গ্রাম।
• পিতামাতা : পিতা মৃত মোজাহার আলী এবং মাতা মোছাঃ মমতাজ বেগম।
• প্রাথমিক শিক্ষা : চতরায় শাহ্ ইসমাইল গাজী (রহঃ) কিন্ডারগার্টেন।
• এসএসসি—২০১০ ; আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর।
• এইচএসসি—২০১২ ; আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর।
এমবিবিএস : ২০১৩-১৪ সেশন ; শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।
• পুরস্কার/ মেডেল : N/A
• পেশা : বর্তমানে পোস্ট গ্রাজুয়েশন চলছে।

যোগাযোগ—
ফোন : 01628722911
ইমেইল : munmunmanira7@gmail.com

CPBO

চতরাপিডিয়া বিজনেস অলিম্পিয়াড—২০২১ | Chatrapedia Business Olympiad—2021 চতরাপিডিয়ার উদ্যোগে "চতরাপিডিয়া বিজনেস অলিম্পিয়াড—২০২১" আয়ো...