মেডিকেল শিক্ষার্থী
আবু তারিক মোঃ আহসান ১৯৯১ সালে অত্র ইউনিয়নের চতরাহাটে জন্মগ্রহণ করেন, গ্রামের বাড়ি কাঙ্গুরপাড়া গ্রামে। তার বাবা এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব মোঃ আজাহার আলী ডাক্তার এবং মা বিলকিস আরা বেগম। চতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা লাভের পর চতরা উচ্চ বিদ্যালয় হতে ২০০৬ সালে মাধ্যমিক পাশ করেন এবং 'ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা' হতে ২০০৮ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। ২০০৮-২০০৯ সেশনে চট্টগ্রাম মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে সহকারি সার্জন হিসেবে কর্মরত আছেন।
🔍 দ্রুত সার্চ করতে→
• পুরো নাম : আবু তারিক মোঃ আহসান
• জন্মসাল ও জন্মস্থান : ১৯৯১ সালে চতরাহাটে।
• পিতামাতা : পিতা মোঃ আজাহার আলী ডাক্তার এবং মাতা বিলকিছ আরা বেগম।
• প্রাথমিক শিক্ষা : চতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
• এসএসসি— ২০০৬ ; চতরা উচ্চ বিদ্যালয়।
• এইচএসসি— ২০০৮ ; ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা।
• এমবিবিএস : ২০০৮-২০০৯ সেশন : চট্টগ্রাম মেডিকেল কলেজ।
• পেশা: সহকারি সার্জন, ঢাকা মেডিকেল কলেজ।
যোগাযোগ—
ফোন : 01671838584
ই-মেইল : tarikahasan@gmail.com
ফেসবুক : facebook.com/tarik.ahasan
No comments:
Post a Comment